দেশে আর কোনো স্বৈরাচার আসবে না: খোকন

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে আর কোন স্বৈরাচার আসবেনা, আর এদেশের সম্পদ লুটপাট হবে না। এদেশে দুঃখী, দরিদ্র, কৃষক, শ্রমিক মেহনতী মানুষ তারা যেন এদেশে সুখে শান্তিতে থাকতে পারে। আর কোন লুটেরা কোন লুটপাট, দূর্নীতি করে অন্যায় নির্যাতন করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পাড়ে সেই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকুন।
সোমবার দুপুরে নরসিংদী পৌর শহরের তরোয়া কাবুল শাহ মাজার মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আগামী দিনে একটি জনগনের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর হবে। এদেশের দারিদ্র্য মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই ব্যপারে রাজনৈতিবীদকে, সমাজ সচেতন ব্যক্তিদেরকে, শিল্পপতি, ব্যবসায়ীদের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। অসহায় ও দুঃস্থ দেড় হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সি.আই.পি) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, হাসিব আহম্মেদ মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক আওলাদ হোসেন মোল্লা।
Comments