শ্রমিকদের হাসিতে খুশির ঈদ

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দিনভর পরিশ্রম করা শ্রমজীবী মানুষের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মোংলা বন্দরে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। ২৪ মার্চ (সোমবার) মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সহযোগিতায় তিন হাজার এক শত পঞ্চাশটি শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। তিনি বলেন, "শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।" বিশেষ অতিথি ছিলেন পৌর সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মানিক ও শ্রমিক সংঘের সভাপতি মোঃ আলাউদ্দিন।
সকাল থেকেই শ্রমিকদের দীর্ঘ সারি। ঈদ সামগ্রী হাতে পেয়ে ক্লান্ত মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। আবেগাপ্লুত আমেনা বেগম বলেন, "আমাদের কথা কেউ ভাবে না, এবার অন্তত ছেলেমেয়েদের মুখে হাসি ফুটবে।" শ্রমিক নেতা একে এম শাহাবুদ্দিন এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও যেন শ্রমিকরা এমন সহায়তা পান।
এই উদ্যোগ শুধু সহায়তা নয়, শ্রমিকদের প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তাদের চাওয়া—ভবিষ্যতেও যেন এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকে।##
Comments