উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আড়াই শত প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার দেয়া হয়।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাহেন বাদশা সহ অনেকে।
প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
Comments