দলের বাইরে কেউই অপরিহার্য নয়: খান সাঈদ হাসান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ ১৯ মার্চ মঙ্গলবার উপজেলার ইসলামপুর মাঝিপাড়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসির সভাপতিত্বে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ৬৫ সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খাঁন সাঈদ জ্যোতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আগামী দিনে দলকে সুসংগঠিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন দলের ভাবমূর্তি পুনরুদ্ধারব করতে হবে এবং তৃণমূলে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরো করতে যা যা করণীয় সবকিছুই করতে হবে। এ সময় দলে বিশৃঙ্খলা কারীদের সতর্ক করে তিনি বলেন,কোন ব্যক্তি বিশেষ নিজকে অপরিহার্য মনে করবেন না। কেননা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এমন নজির নেই।
ইসলামপুর হতে ফেরার পথে উপজেলার পূর্নিমাগাতি অডিটরিয়ামে হলরুমে আয়োজিত এক সভায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় আয়োজিত এক বৈঠকে খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেছেন, প্রতিটি ওয়ার্ডে ত্যাগী ও নির্যাতিত নিপীড়িত পর্যায়ের ২০০ সদস্য বিশিষ্ট কাউন্সিল কমিটি গঠনপূর্বক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি এবং পর্যায়ক্রমে থানা ও পৌর কমিটি গঠন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হবে।
Comments