সিআইডি প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তার বদলি

সরকার পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করেছে
এর মধ্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) প্রধান এবং সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করে।
উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সিআইডি প্রধান মতিউর রহমান শেখ, এটিইউ প্রধান খন্দকার রফিক-উল-ইসলাম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া, গত ১৭ ফেব্রুয়ারি কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এবং একইদিন জিয়াউদ্দিন আহমেদকে যশোর, মোর্শেদ আলমকে নীলফামারী ও এএফএম আনোয়ার হোসেনকে সুনামগঞ্জের পুলিশ সুপারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী, উপকমিশনার রওনক জাহানকে যশোর, খুলনা রেঞ্জের ডিআইজি অফিসের কর্মকর্তা তোফায়েল আহমেদকে সুনামগঞ্জে ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুদ্দিন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকেও পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে এবং শিল্প পুলিশের ডিআইজি মোহাম্মদ আশরাফুজ্জামানকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) কমান্ড্যান্ট হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে।
এদিকে, সিআইডির ডিআইজি হারুন-অর-রশিদ হাজারীকে শিল্প পুলিশে এবং সারদা পুলিশ একাডেমির ডিআইজি রোখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
Comments