বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরআনের হাফেজের মৃত্যু
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/18/bagerhat.jpg?itok=4GHuBFml×tamp=1739859876)
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পষ্টে কুরআন হাফেজ মো. তাকরিম শেখ (২০) এর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ তাকরিম উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে।
নিহত তাকরিম ভবনা দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র এবং খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ী গ্রহণ করেছে।
নিহতের পরিবার জানায়, বিকেল চারটার দিকে সে ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলো। এ সময় বৈদ্যুতিক শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Comments