৪ বছর আগে সেতু হলেও ভূমি জটিলতায় হয়নি সংযোগ সড়ক
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/17/img_20250217_142947.jpg?itok=VgcfJB5a×tamp=1739781561)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর কাজ সম্পুর্ন হলেও সংযোগ সড়ক এর কাজ শুরু করতে পারেনি ৪ বছরে। উপজেলার সড়াতৈল গ্রামে ফুলজোর নদীর শাখায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৫৪ মিটার সেতুর কাজ শুরু হয় ২০২০ সালে এবং এটি শেষ হয় ২০২১ সালের শেষের দিকে। আড়াই কোটি টাকা ব্যয়ে সেতুটি ৪ বছর হলো কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় সুফল ভোগ করতে পারছে না অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুটি সম্পুর্ন হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের জনদূর্ভোগ শেষ হবে।
স্থানীয় সূত্রে জানা যায় সেতুটির কিছু অংশ ও দুপাশের সংযোগ সড়কের ৩৭ শতাংশ জায়গা জায়গায় ব্যক্তি মালিকানা রয়েছে। কয়েক দফা ভূমি অধিগ্রহণের নোটিশ পেলেও টাকা বুঝিয়ে না পাওয়ায় ভূমির মালিকরা তাদের সম্পত্তি ছাড়ছে না। এতে দুপাশের সংযোগ সড়ক নির্মাণের কাজ বন্ধ রয়েছে ৪ বছর যাবৎ । ভূমি অধিগ্রহণ এর প্রক্রিয়া কয়েক বছর ধরে চললেও আশানুরূপ ফল আসেনি। উপজেলা প্রকৌশল অফিসের সাথে কয়েক দফা বৈঠক হলেও কোন কাজে আসেনি। সেতুটির দু'পাশে সংযোগ সড়ক ব্যক্তি মালিকানা জায়গা হওয়ায় তাদের কে বর্তমান মূল্যে কিনে নেওয়ার কথা বলা হয়। এই আশ্বাসে ভূমি মালিকরা তাদের জায়গা কাজ করার জন্য ছেড়ে দেয়৷ কিন্তু সেতুর কাজ শেষ হলেও ভূমির মালিকরা তাদের ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় সংযোগ সড়কের কাজ বন্ধ করে দিয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় এই কাজে ২ বার করে ঠিকাদার পরিবর্তন হলেও সর্বশেষ কাজটি করছে মেসার্স বি.এইচ.বি এন্ড এলাই জেবি এন্টার প্রাইস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/17/img_20250217_143025.jpg?itok=l7gH4iLi×tamp=1739781573)
স্থানীয় আব্দুল হাই জানান এই সতু ৪ বছর আগে সম্পন্ন হয়েছে, সেতুটি চালু হলে অন্তত ১০ গ্রামের মানুষের দূর্ভোগ কমবে। কৃষি পণ্য সহ ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে পারবে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণের কাজ আটকে আছে।
স্থানীয় সড়াতৈল গ্রামের ভূমির মালিক আশরাফুল ইসলাম জানান তার ৬ শতাংশ সম্পত্তি সংযোগ সড়কের জন্য অধিগ্রহণের জন্য নিয়েছে। কিন্তু ৪ বছর পেড়িয়ে গেলেও তারা টাকা পায়নি।
একই এলাকার ভূমি মালিক শাহনাজ বেগম জানান তিনি সহ আরো ৮ জনের কাছে মোট ৩৭ শতাংশ জমি সেতুর দুপাশে কিছু এবং সংযোগ সড়কের জন্য অধিগ্রহণের জন্য নেয়। কিন্তু তাদের মালিকানা জায়গার টাকা ৪ বছর হলো বুঝিয়ে দেওয়া হয়নি, এজন্য তারা সংযোগ সড়ক নির্মাণে বাঁধা দিয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ্ বলেন, ভূমি অধিগ্রহণের জন্য সেতুটির সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। তবে ভূমি অধিগ্রহণ হলে সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে। তবে কতদিনে কাজ শুরু হবে বলতে পারেনি এই কর্মকর্তা।
Comments