আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উল্লাপাড়ায় ছাত্র জনতার কফিন মিছিল
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/13/img_20250213_171646.jpg?itok=LTj_C-8k×tamp=1739449960)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকেলে মার্চেন্টস্ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের সাথে অংশ নেয় শিক্ষার্থীসহ স্থায়নীয় জনতা। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
মিছিলটি বিজ্ঞান মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত বিন জামান বলেন,গাজীপুরে শিক্ষার্থী কাসেমকে নির্মম ভাবে হত্যা করেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। আমরা এই হত্যাকান্ডের বিচার দাবি করছি। ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগের সন্ত্রাসীরা শত শত ছাত্র জনতাকে নির্মম ভাবে হত্যা করেছে। এই আওয়ামীলীগের কোন অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। ছাত্র জনতার দাবি আওয়ামীলীগকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ্য করে নিষিদ্ধ করা হোক।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম আনাম, রহিত শুভ সহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা।
Comments