ডিসি মাসুদ, ওসি খালিদের ওপর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলা
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/13/police.jpg?itok=_WKj77aW×tamp=1739445393)
চাকরি হারানো পুলিশ সদস্যদের হামলায় আহত হলেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। আরো আহত হয়েছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে। রমনা জোনের ডিসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কোনোরকম ঘোষণা ছাড়াই প্রেসক্লাব থেকে সচিবালায়ের অভিমুখে আসেন বিগত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে চাকরি হারানো পুলিশ সদস্যরা। তাদের থামানোর চেষ্টা করা হলেও পুলিশে ব্যারিকেড ভেঙে তারা সচিবালায়ের সামনে অবস্থান করেন। এক পর্যায়ে ডিসি মাসুদ আলম তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তার ওপর চড়াও হন চাকরি হারানো পুলিশ সদস্যরা। ডিসির ওপরে হামলা করার পর তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এসময় ৪ জনকে আটক করা হয়।
হামলার বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, 'আমি মাথায় ভীষণ আঘাত পেয়েছি। কথা বলতে পারবো না। আমার ওপর চাকরিচ্যুত পুলিশের সদস্যরা হামলা করেছেন।'
ডিসি মাসুদ আলম বলেন, 'আমরা তাদের বলেছি তাদের এখান থেকে সরে যেতে কিন্তু তারা সেটি না করে আমার ওপর হামলা করে। আমি প্রাথমিক চিকিৎসা শেষে আবারো কাজে যোগদান করেছি।'
Comments