বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি পূনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/12/img_20250212_125950.jpg?itok=7U7B9Q95×tamp=1739349679)
সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উল্লাপাড়া সংগঠনটির একাংশের কর্মীরা। বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উল্লাপাড়া প্রেসক্লাবে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাছুম আনামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিফাত বিন জামান।
তিনি বলেন, ৮ ফেব্রুয়ারীর কমিটি পুনর্বহালের দাবি করেন। এসময় উল্লাপাড়া উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন ৬ মাস পর সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে কমিটি করা হয়েছে। এই কমিটি পুনর্বহাল এবং বঞ্চিতদের নিয়ে কমিটি প্রয়োজনে বর্ধিত করে পূর্বের কমিটি বহালের দাবি করেন। এসময় পূর্বের কমিটি পূনর্বহালের জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব কে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়া উপজেলা ছাত্র প্রতিনিধিরা।
উল্লাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়ার সমন্বয়ক রিফাত বিন জামান,হিমেল,শাহরিয়ার,শাহদাত,শুভ
সামিউল ইসলাম,আকাশ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments