নোংরা পরিবেশে তেল উৎপাদন; মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/11/ullapara.jpg?itok=VW6m03kQ×tamp=1739277870)
গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী এলাকায় ওই ওয়েল মিলে অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক সোহেল শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন সিরাজগঞ্জ সদর থানার পুলিশের একটি দল ও উল্লাপাড়া মডেল থানার একটি দল অভিযানে অংশ নেয়।
উল্লাপাড়া পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন জানান, অভিযান চলাকালীন সময়ে মেসার্স মেরাজ ওয়েল মিলের স্বাত্তাধিকারী মেরাজ মিয়া ও তার বাবা অভিযান চলাকালীন সময় অসদাচরণ করেন। তারা নিয়মনিতির তোয়াক্কা না করেই এই মিল পরিচালনা করছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, মেসার্স মেরাজ অয়েল মিল কোন নিয়মনীতি না মেনেই পরিচালনা করছিলো। এছাড়াও বিএসটিআই এর সনদ ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করে। এছাড়া পচা বাদাম দিয়ে তেল তৈরি করে প্রতারণ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বিএসটিআই সনদ করার সুযোগ দেওয়া হয়। সনদ না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments