মোংলায় হত্যা মামলার আসামি ও আ. লীগ নেতাকর্মীসহ আটক ৮
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/11/img-20250211-wa0002.jpg?itok=guYeHMap×tamp=1739265456)
মোংলায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামি ও ছয়জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযানে একটি দুইনালা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৌর শহর ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, 'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোংলার চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন থেকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শফিকুর রহমান (৭০), বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায় (৬৬), সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) ও আওয়ামী লীগ নেতা মো. ডালিম (৫২) কে আটক করা হয়।
অন্যদিকে, পৌর শহরের কুমারখালী ও মিঠাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মো. সাইফুল শেখ এবং আরও দুইজন হত্যা মামলার পলাতক আসামিকে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Comments