উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বজলুর রহমান বাপ্পীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গতকাল ( ৮ ফেব্রুয়ারী) শনিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বজলুর রহমান বাপ্পী উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বড়পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ রোববার (৯ ফেব্রুয়ারী) তাকে আদালতে পাঠানো হয়েছে।
Comments