গাংনীতে মরা গরু জবাই, মাংস বিক্রেতাকে জরিমানা
মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাংনী কসাইখানায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাংনী কসাইখানায় একটি মরা গরু জবাই করা হচ্ছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলম কে হাতেনাতে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Comments