জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
খাদ্য হোক নিরাপদ সুস্থ হোক জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় উন্নয়ন প্রচেষ্টা ও কৃষি ইউনিট পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায়, তালা উপজেলার শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি বের হয়ে তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো রাসেল, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাইকে নিজ স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। ফরমালিনযুক্ত খাবার থেকে নিজেক নিরাপদ রাখতে হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Comments