উল্লাপাড়ায় মা-মেয়ের ঝগড়ায় অভিমানে আত্মহত্যা করলেন মা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়ের সঙ্গে ঝগড়ার পর অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সাথী খাতুন (৩৭) নামের এক গৃহবধূ।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাথী খাতুন ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার এস আই মো. মেহেদী হাসান জানান, শনিবার দুপুরে সাথী খাতুনের সঙ্গে তার কলেজ পড়ুয়া মেয়ের ঝগড়া হয়। মেয়ের পরিক্ষা চলছিল। কিন্তু মেয়ে পরিক্ষার কথা চিন্তা না করে অতিরিক্ত ফোন চালানোয় তাকে ফোন টিপতে নিষেধ করে তার মা, পরে মেয়ে ঘর থেকে বের হয়ে যায়।
পরে সন্ধ্যায় পরিবারের সবাই গ্রামের এক ইসলামি জলসায় যোগ দেন। সবার অনুপস্থিতির সুযোগে নিজ ঘরের ধরনার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। গভীর রাতে ইসলামি জলসা থেকে ফিরে এসে তার ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা। ধারণা করা হচ্ছে মেয়ের ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, খবর পেয়ে রোববার দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় অপমৃত্যের মামলা দায়ের করেছেন।
Comments