ভারতের প্রজাতন্ত্র দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবিকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। একইভাবে বিজিবিও মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ'কে।
আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের শুন্য রেখায় সীমান্তের ৭৬ নম্বর প্রধান পিলারের কাছে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে।
এ সময় ভারতের গেঁদে বন্দরের কাস্টমস, ইমিগ্রেশন বাংলাদেশের দর্শনা বন্দরের কাস্টমস ও ইমিগ্রিশনকে মিষ্টি উপহার দেয়। একইভাবে আর্ন্তজাতিক কাস্টমস দিবস উপলক্ষে বাংলাদেশের কাস্টমস ভারতের গেদে বন্দরের কাস্টমস, ইমিগ্রেশন ও বিএসএফ'কে মিষ্টি উপহার দেয়।
বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার সহিদুল ইসলাম, কাস্টমস সুপারেনটেনডেন্ট নুরে আলম, আইসিপি কর্মকর্তা মো. রমজান আলী তারেক মাহমুদ শূন্য রেখায় উপস্থিত হয়ে এ মিষ্টি গ্রহন করেন।
ভারতের পশ্চিমবঙ্গের গেদে বিএসএফ ক্যাম্পের এ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী দুর্গেশ, কাস্টমস সুপারেনটেনডেন্ট আর পি যাদব, ইমিগ্রেশন কর্মকর্তা শ্রী বস বয়সহ কর্মকর্তারা শুন্য রেখায় এসে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেন।
Comments