মেহেরপুরে ইয়াবা সহ যুবক আটক
মেহেরপুর সেনাবাহিনী অভিযান চালিয়ে ইমরান হেলালি প্রিন্স নামে এক যুবককে ইয়াবা ও দেশী অস্ত্র সহ আটক করেছে। আজ রবিবার ভোরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক প্রিন্স মেহেরপুর পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর নাকিব হেলালি মুুকুলের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লে. কর্নেল সোহরাব হোসেনের নেতৃতে মেহেরপুর শহরের বড়বাজারে হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার বাড়ি থেকে ৩৭ পিচ ইয়াবা, ২ টি স্মাট ফোন, চায়নার তৈরী একে ফোরটি সেভেন এয়ারগান, একটি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন ও তিনটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। এসময় হেলালি প্রিন্স কে আটক করা হয়। পরে প্রিন্স ও উদ্ধারকৃত মালামাল মেহেরপুর সদর থানায় হস্তান্তর পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
Comments