ময়মনসিংহে সীমান্তে ভারতীয় ৬০০কেজি জিরা ও ১০টি গরু জব্দ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী বাড়ালাকোনা ও ডুমনিকুড়া নামক স্থান থেকে ভারতীয় ৬০০ কেজি জিরা ও ১০টি ভারতীয় গরু জব্দ করে বর্ডার গার্ড বিজিবি ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায় ময়মনসিংহ (৩৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ হালুয়াঘাট উপজেলায় সূর্যপুর বিওপির একটি টহলদল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে । পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ কেজি ভারতীয় জিরা ও ১০ টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় ।এসময় চোরাকারবারি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রকম এবং যে কোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।
Comments