বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে রেস্তোরাঁ মালিকদের সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম, প্রমুখ।
বক্তার বলেন সারা বাংলাদেশে ৪ লাখ ৭০ হাজার রেস্তোরা আছে। তাদের আগে ভ্যাট দিতে হতো ৫ ভাগ। সেটা এখন ১৫ ভাগ করা হয়েছে।
রেস্তোরাঁর উপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।