উল্লাপাড়ায় রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচনে লটারি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর নয়াপাড়া স্বরস্বতী নদীর ঘাট হইতে বিপ্লবের জমি ও সংযোগ হয়ে গোলবার সরকারের জমি হইতে আলতলা পর্যন্ত ৬০০ মিটার রাস্তা এইচবিবি ও সলঙ্গা ইউনিয়ের দিয়ারপাড়া হইতে চরগোজা খেয়াঘাটের ৪০০ মিটার এইচবিবি রাস্তা নির্মাণ কাজের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দরপত্র জমা দেয়া ঠিকাদারদের উপস্থিতিতে প্রকাশ্যেই এই লটারি ড্র অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত নিজে লটারি কার্যক্রমে অংশ নেন। ঠিকাদারদের উপস্থিতে তিনি লটারির ঘুটি ঘোরান।
জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকশই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) ২য় পর্যায় ও ২য় সংশোধিত প্রকল্পের আওতায় `ক' ও `খ' প্যাকেজে মোট ১ কিলোমিটার রাস্তার কাজে ৮০ লাখ ৫০ হাজার ৩০০ টাকা চুক্তিবদ্ধের মাধ্যের ঠিকাদার নির্বাচিত করা হয়।
লটারিতে উত্তীর্ণ হয় সিরাজগঞ্জের কাজিপুরের মেসার্স আকাশ ট্রেডার্স।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুর রহমান,পৌরসভার সচিব রফিকুল ইসলাম,গণমাধ্যমকর্মী ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।