ঢাকা জার্নালে সংবাদ প্রকাশের পর চুরি হওয়া মালামাল উদ্ধার
চুরি হওয়া মালামাল হেফাজতে রাখা অবস্থায় আবারো চুরি এই শিরোনামে গত (১০ জানুযারি) ঢাকা জার্নালে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রসাশনের। চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযুক্তদের সময় বেঁধে দেয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা প্রশাসক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক।
জানা যায়, বিগত ৩ মাস আগে সরকারি রাস্তার কাজে ব্যবহৃত ৬ ডাম চুরি হওয়া বিটুমিন উদ্ধার করে উধুনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা। উদ্ধার হওয়া সেই মালামাল ইউনিয়ন পরিষদ হেফাজতে রাখা হয়। দীর্ঘদিন থাকার পর গত কয়েকদিন আগে গ্রাম পুলিশ হান্নান কে ভয়-ভীতি দেখিয়ে তার সহযোগিতায় উধুনিয়া ৪ নং ওয়ার্ড সদস্য আলামিন পরিষদ থেকে বিটুমিনের ড্রামগুলে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানা জানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে ইউপি সদস্য তোরাব আলী বলেন, গত শুক্রবার ঢাকা জার্নালে বিটুমিন চুরির সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। তারই প্রেক্ষিতে রোববার ইউনিয়ন পরিষদে একটা শালিস হয়। সেই শালিসে আলামিন বিটুমিনের ডাম নেওয়ার বিষয়টা স্বীকার করে। পরবর্তীতে ২৪ ঘন্টার মধ্যে বিটুমিনের ডাম গুলো ফেরত দেওয়ার নির্দেশ দেয় উধুনিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা প্রশাসক। পরে গতকাল সন্ধায় সময় বিটুমিনের ডাম গুলো পরিষদে ফেরত দেওয়া হয়।
ইউপি সদস্য আরো বলেন, যে মাল আলামিন নিয়েছিল।সেগুলো ফেরত দেয়নি টাকা দিয়ে অন্য বিটুমিনের ডাম কিনে দেওয়া হয়েছে। এমনকি বিটুমিন গুলো অরজিনাল নয়। এগুলো পোড়া মবিল ও কোরোসিন মেসানো রয়েছে।
গ্রাম পুলিশ আব্দুল হান্নান বলেন, বিটুমিনের ডাম গুলো উদ্ধার করে পরিষদে রাখার পর থেকেই ইউপি সদস্য আমাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখায়। এবং উদ্ধারের সময় ডামের সাথে থাকা বেতকান্দি গ্রামের মেনহাজের ফোন থেকে ১ জানুয়ারি আমাকে ফোন করে মালগুলো দিয়ে দিতে বলে। পরে গাড়ি নিয়ে এসে সেই মাল গুলো পরিষদ থেকে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে জানাজানি হলে গতকাল আবার বিটুমিনের ডাম গুলো পরিষদে রেখে গেছে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আলামিনের ফোনে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি
উধুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব শামসুল আলম বলেন,উদ্ধার হওয়া মিটুমিনের ডামগুলো যে পরিষদে ছিলো আমার জানা ছিলো না এমনকি সেগুলো যে গ্রাম পুলিশের মাধ্যমে ইউপি সদস্য পরিষদ থেকে নিয়ে গেছে সেটিও আমাকে বলে নেয়নি। পরবর্তীতে এটা নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জানতে পারি। এবং উর্ধতন কতৃপক্ষের অনুমতি ক্রমে ইউপি সদস্যকে ২৪ ঘন্টার মধ্যে বিটুমিনের ডাম ফেরত দেওয়ার কথা বললে গত কাল সন্ধায় সেগুলো ফেরত দিয়ে যায়। উর্ধতন কতৃপক্ষের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উধুনিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসক এ.কে. এম সামছুল হক বলেন, ইউনিয়ন পরিষদে সকল সদস্যের নিয়ে বসে অভিযুক্ত আলামিনকে ২৪ ঘন্টার মধ্যে বিটুমিনের ডাম গুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে মাল গুলো উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।