বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন এতিম খানার শিক্ষার্থী সহ দেড় হাজারের বেশি দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারী সকালে উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (উসেকা) এর সার্বিক তত্বাবধানে সদরের বেশরগাতী বাইতুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্সে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ড. মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব ব্যারিষ্টার মো. গোলাম সরোয়ার ভূঁইয়া। বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডেপুটি এ্যার্টনি জেনারেল রাসেল আহম্মেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর খুলনা বিভাগীয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।