ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলায় তিনজন গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশালে বাইক রাইডার জুবায়েদ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার রাতে জামালপুরের বকশিগঞ্জের বাট্রাজোড় এলাকা থেকে আসামী নাজমুল(৩০), কাশেম (৫৫) ও আজিজ(২৪) কে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, গত বছরের ২৯ ডিসেম্বর বিকেলে আসামী নাজমুল টঙ্গী থেকে ময়মনসিংহে আসা-যাওয়ার জন্য জুবায়েদের মোটরসাইকেল ভাড়া করে। ত্রিশালের বৈলরের হিন্দুপল্লী পৌঁছার পর জুবায়েদের গলায় চাদর পেচিয়ে হত্যা করে তার মোবাইল ফোন ও মোটর-সাইকেল নিয়ে পালিয়ে যায় নাজমুল।
পরে ধানিখোলা বাজারে এক মেকানিকের কাছে মোবাইল ২০০ টাকায় বিক্রি করে এবং মোটরসাইকেলটি আসামী কাশেম ও আজিজের কাছে বিক্রি করে। পরে ৩০ ডিসেম্বর ঐই এলাকা থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আজহারুল ইসলাম ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।