ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবুসি সংক্ষিপ্ত সফরে উল্লাপাড়ায়
ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবুসী ও তার স্ত্রী জাহারা চাবুসী সংক্ষিপ্ত সফরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসেছেন। উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে তারা উল্লাপাড়ায় আসেন। শুক্রবার সকালে উল্লাপাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। প্রথমে উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা গ্রামে গিয়ে তিনি এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত সকলের কথা শোনের এবং তার মত প্রকাশ করেন।
ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবুসী বলেন, ইরানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্ন্তবর্তী সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী। এই সরকার কে সব সময় সহযোগিতা করতে চায় ইরান। তিনি আরো বলেন বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্রাম গুলো ঘুরে আমার ছোট বেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোট বেলা থেকেই তিনি গ্রামকে পছন্দ করতেন এবং ভালোবাসেন।
সেই ভালোবাসার জায়গা থেকেই তিনি উল্লাপাড়ার গ্রাম গুলো এবং গ্রামের সহজ সরল মানুষ গুলোকে দেখতে বেড়িয়েছেন। উল্লাপাড়ার মানুষ ও গ্রাম গুলোকে তার বেশ ভালো লেগেছে। যারা শহরে বসবাস করেন তাদের খাদ্য যোগান দেয় গ্রামের সাধারণ কৃষক। তারা বিভিন্ন ফসল-ফসলাদি উৎপাদন করে বিধায় আমরা শহরের মানুষ তাদের উপর নিভর্রশীল।
এ সময় তার সাথে ছিলেন, এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ইকবাল হোসাইন, ই.পি.ডি নোলোজিস্ট ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালের সামছুল ইসলাম, উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম। গ্লোবাল টেলিভিশন ও ঢাকা জার্নালের প্রতিনিধি মো. ময়নুল হোসাইন, একাত্তর টিভির সংবাদদাতা রায়হান আলী সহ আরো অনেকে।