বাগেরহাটে কারাগারে থাকা ৬৪ জন ভারতীয় জেলের মুক্তি
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক ৬৪ জন জেলেকে প্রায় তিন মাস পর বাগেরহাট জেলা কারাগারে থেকে বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে ।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন থেকে কোস্টগার্ডের কর্মকর্তারা এসে তাদের গাড়িতে করে নিয়ে মোংলায় নিয়ে যায়। জেল থেকে বের করে নেওয়ার পর কোস্ট কার্ডের জাহাজে করে বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়া এলাকা থেকে আরো দূরে বাংলাদেশ ভারতের জলসীমানায় তাদেরকে হস্তান্তর করা হবে।
এর মধ্যে বাগেরহাটে ৬৪ জন ভারতীয় জেলে ও পটুয়াখালী ৩৩ জন জেলে রয়েছে। এদিকে ভারতের কারাগারে থাকা আরো ৭৮ জন জেলেকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে ভারতের জেলা কারাগারে আটক থাকা ৭৮ জন জেলে থাকলেও কতজনকে মুক্তি দেয়া হবে তা এখনো জানা যায়নি।
এসব ভারতীয় জেলেরা অক্টোবরের মাঝামাঝিতে ৪৮ জন এবং এবং ১৬ জনকে নভেম্বরে ডানা ঝড়ের সময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার কারণে কষ্টগার্ড তাদেরকে আটক করে।