সাতক্ষীরায় অবৈধ ইটভাটা ধ্বংস, মালিককে তিন লাখ টাকা জরিমানা
সাতক্ষীরার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল ১১ টায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
ইটভাটার কোনো বৈধ কাগজপত্র এবং ভ্যাট-ট্যাক্সের নথিপত্র না থাকায় ভাটা মালিক কামরুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী আব্দুল কুদ্দুসের অবৈধ ভাটার কাঁচা ইট ধ্বংস করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।