উল্লাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যালি, আলোচনা সভা, মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার সকালে র্যালি ও উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা সহ বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।
তিনি বলেন, দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।
সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর সচিব রফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম মোগল সহ আরো অনেকে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।