নদী খননের পাইপের স্তুপে আগুন; কোটি টাকার ক্ষতি
বুধবার বিকেলে উল্লাপাড়ার কোনাবাড়ী গ্রামের পাশে করতোয়া নদীপাড়ে সংরক্ষিত নদী খননের কাজে ব্যবহৃত প্লাস্টিক পাইপের স্তুপে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মায়া ড্রেজিং কোম্পানি লিমিটেডের প্রায় ৪ শত পাইপ স্তুপ করে রাখা হয়েছিল। এগুলোর সবই প্রায় পুড়ে গেছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম উক্ত কোম্পানীর কর্মী সৈকত হোসেনের উদ্বৃতি দিয়ে জানান, নদী খননের কাজে ব্যবহৃত প্রায় ৪'শ পাইপ করতোয়া নদীপাড়ে স্তুপ করে রাখা হয়েছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
কোম্পানীর উক্ত কর্মীর দাবি আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। সাইফুল ইসলাম আরো জানান, পাইপের স্তুপের পাশে চলাচলের রাস্তা রয়েছে। তাদের ধারনা ওই পথে চলতে গিয়ে কেউ বিড়ি-সিগারেটের জলন্ত শেষাংশ পাইপের উপর ফেলে দিতে পারেন।