নীলফামারীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১জানুয়ারি)। এ উপলক্ষে নানামুখি কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে জেলা বিএনপির কার্যালয়, উপজেলা ছাত্রদলের কার্যালয়সহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি উৎসব র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার। এছড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্রদলের কর্মী সমর্থকরা।
আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচী পালন করে ছাত্রদলনেতারা। এসময় বক্তারা বলেন, ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায়। গত জুলাই-আগস্ট বিপ্লবে বড় ভূমিকা পালন করে সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামে জীবন দেন ছাত্রনেতা ওয়াসিম আকরাম। যিনি স্বৈরাচার পতন আন্দোলনের দ্বিতীয় শহীদ। প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানান ছাত্রদল সংগঠনের নেতারা। এছাড়াও দেশকে আরও উন্নতির শিকরে পৌঁছাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা।