তেল ও সরিষা উৎপাদনে দেশের মধ্যে প্রথম উল্লাপাড়া
বাংলাদেশ কৃষি সমৃদ্ধ দেশ এদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষিকে টিকিয়ে রাখতে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া কৃষি ভিত্তিক অঞ্চল। এখানে প্রচুর পরিমানে সরিষা ও তেল উৎপাদন হয়ে থাকে। তাই দেশের মধ্যে তেল ও সরিষা উৎপাদনে প্রথম উল্লাপাড়া হিসেবে খ্যাতি অর্জন করেছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ। আর এই অর্জনের মধ্য দিয়ে দেশের মধ্যে কৃষি বিভাগ মাথা উচু করে দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় এই অঞ্চলের কৃষকেরা প্রচুর পরিমানে সরিষা আবাদ করে থাকে। তাদের এই পরিশ্রমের মাধ্যমেই আমাদের এই অর্জন সম্ভব বলে মনে করেন তিনি।
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের গ্রামের ফসলি মাঠে চলতি বছরে রবি মৌসুমে তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধির আওতায় সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে ইউনিয়নের কৃষান-কৃষানিদেরকে নিয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ এ কথা বলেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, উল্লাপাড়া উপজেলায় এবারে ২৩ হাজার ৬১৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষমাত্র ধরা হয়েছে আর আবাদ হয়েছে ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষমাত্রা ৩৯ হাজার ৩১২ মেট্রিকটন।
উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা আসাদ বিন খলির রাহাতের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল হোসেন,সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. আখেরুর রহমান,অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মশকর আলী সহ উপজেলার সকল উপ-সহকারীরা উপস্থিত ছিলেন।