পুরান ঢাকায় হাজার পরিবারের পাশে বিএনপি নেতা আদিল
রাজধানী পুরান ঢাকার বংশালে বিএনপি নেতা বংশাল থানার সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার রাতে বংশাল মালিটোলায় ৩৫ নম্বর ওয়ার্ডে এই ঈদ সামগ্রী ও ২০০ দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়। সেই সাথে গুম হওয়া এই থানার ছাত্রদলের সাবেক সভাপতি মো. পারভেজের পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।
জানা যায়, বিগত সরকারের সময় নানা হামলা মামলার স্বীকার হতে এই বিএনপি নেতাকে। বিএনপির রাজনীতি করার জন্য ১০০ বেশি মামলায় পরতে হয়। ১০ বার হাজতে থাকতে। আওয়ামী লীগের আমলে প্রকাশ্যে এলাকার দরিদ্র মানুষের পাশে দাড়াতে পারেনি। দীর্ঘ ১৫ বছর পর এবার নিজ এলাকায় প্রকাশ্যে মানুষের পাশে দাড়িয়েছেন।
বংশাল থানার সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিল বলেন, দুই বছর আগে আমার বাসা থেকে ঈদ সামগ্রী দেওয়ার সময় বংশাল থানা থেকে পুলিশ এসে আমার সে অনুষ্ঠান ভেঙ্গে দেয়। হত দরিদ্র মানুষের জন্য রাখা সেই টাকা সে সময় পুলিশরা নিয়ে যায়। আমি কোনভাবে ছাদ থেকে পালিয়ে যাই। তাছাড়া আমরা ১৮ বছর এই এলাকায় ঢুকতে পারিনি। সে সময় কাউকে প্রকাশ্যে সহায়তা করতে পারিনি।
আগামীতে এই এলাকার মানুষের পাশে সবসময় থাকবেন বলে জানান তিনি।
Comments