‘অপো এ৫ প্রো’-এর বিক্রিতে রেকর্ড

বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি 'অপো', ব্র্যান্ডটির বাজারে আসা সর্বশেষ স্মার্টফোন 'অপো এ৫ প্রো'-এর রেকর্ড গড়া পারফরম্যান্সের কথা জানিয়েছে। এই মোবাইলটি পূর্ববর্তী জেনারেশন এর ডিভাইসের তুলনায় ৪৫০ শতাংশ বেশি বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করেছে, যা কি না বাংলাদেশের বাজারে অপোর ধারাবাহিক সফলতাই নির্দেশ করে।
'অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর'-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং 'অপো এ৫ প্রো' ডিভাইসের প্রথম দিনের বিক্রয় প্রবৃদ্ধির ব্যাপারে উচ্ছ্বাস জানিয়ে বলেন, 'এই সফলতা অপোর প্রতি বাংলাদেশি গ্রাহকদের আস্থা ও আগ্রহের বিষয়টি-ই সফলভাবে চিত্রিত করছে। তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবার মতো অভিনব পণ্য উদ্ভাবন ও সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ'।
'অপো এ৫ প্রো' বিশ্বের প্রথম স্মার্টফোন যেটি আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং অর্জন করেছে; এ জন্য ডিভাইসটি পানি, ধুলো এবং যেকোনো ধরনের শক থেকে সুরক্ষা পায়। এরসঙ্গে যুক্ত হয়েছে মোবাইলটির অসাধারণ স্থায়িত্ব। মোবাইলটিতে সংযুক্ত আছে মেলিটারি-গ্রেডের ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি; পাশাপাশি ডিভাইসের মাদারবোর্ড থার্মাল কন্ডাকটিভিটি বৃদ্ধি করে এবং আগের জেনারেশনের স্মার্টফোনের তুলনায় ১০% বেশি সক্ষমতা প্রদান করে। মোবাইলটি ১ হাজার বেন্ডিং টেস্টও উতড়িয়ে গেছে; অর্থ্যাৎ প্রতিদিনের যেকোনো পরিবেশ ও পরিস্থিতিতে এটি ব্যবহার উপযোগী।
দেশজুড়ে রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে এই স্মার্টফোনটি মাত্র ২৩,৯৯০ টাকায় ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
Comments