আবারও ক্যাপিটাল ক্লাবের সভাপতি হলেন আবুল হোসেন

রাজধানীর গুলশানের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হোসেন। তিনি ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত হোসেন পেয়েছেন ২৫৭ ভোট।
মোহাম্মদ আবুল হোসেন ২০২৫-২০২৬ সালের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্বাচন হয়। রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১০ জন পরিচালককেও নির্বাচিত করা হয়। তারা হলেন- ১. মো: সৈয়দ হাসান খান ২. একেএম মাঈনুদ্দিন নূরী (মিল্কী), ৩. ড. শামশাদ চৌধুরী (সোনালী) ৪. মির মো. জাকির হোসেন মানিক, ৫. ইঞ্জি: মো. কামরুজ্জামান ৬. ইঞ্জি: আবু-আল সিরাজী ৭. মোহাম্মদ মাহবুব হাসান (গুড্ডু) ৮. মাকসুদা খানম (রীপা) ৯.আবদুল মান্নান - ১০. মেহেদী হাসান মিঠু।
Comments