ইপিএলের চেয়েও আইপিএল বড়: শ্রেয়াস আইয়ার

আইপিএলে শনিবার (২৪ মে) দিল্লিকে ২০৭ রানের লক্ষ্য দিয়েও হেরেছে পাঞ্জাব। যার ফলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার পথে বড় ধাক্কা খেয়েছে শ্রেয়াস আইয়ারের দল। ম্যাচ হারের পর পাঞ্জাবের অধিনায়ক আইয়ারের একটি মন্তব্য সকলের নজরে এসেছে। ভারতীয় এই ব্যাটসম্যান বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চেয়েও বড় আইপিএল।
শুধু ইউরোপেই নয়, পুরো বিশ্বে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ধরা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে। প্রতি মৌসুমেই নানা নাটকীয়তা দেখা যায় ইপিএলে। তবে সেই প্রিমিয়ার লিগের চেয়ে বড় আইপিএল বলে মন্তব্য করেছেন শ্রেয়াস আইয়ার।
ম্যাচ হারের পর পাঞ্জাবের অধিনায়ক বলেন, 'এটা ছিল দারুণ এক স্কোর। পিচে কিছুটা অদ্ভুত ও ভিন্নধরনের বাউন্স ছিল। এটা গড় স্কোরের চেয়ে বেশি। আমার মনে হয় আমরা আমাদের লেংথে যথেষ্ট শৃঙ্খলাবান্ধব ছিলাম না। বাউন্সার বেশি ব্যবহার করিনি। হিটার লেংথে বল করতে পারিনি। এটা (ইংলিশ) প্রিমিয়ার লিগের চেয়েও বড় ব্যাপার। আপনাকে ইতিবাচক ও শান্ত থাকতে হবে।'
লিগ পর্বে পাঞ্জাবের আরও এক ম্যাচ বাকি আছে, প্রতিপক্ষ প্লে-অফ নিশ্চিত করা আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলে আইয়ের দল শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে। তবে শর্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুকে তাদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারতে হবে।
লিগে নিজেদের শেষ ম্যাচ নিয়ে আইয়ার বলেন, 'পরদিন নতুন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। বর্তমানেই ফোকাস থাকতে হবে। আবার শুরু থেকে ভাবতে হবে। আমরা শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরতে চাই। আঙুলের অবস্থা পরের ম্যাচের জন্য ঠিক থাকবে আশা করছি।'
Comments