আইপিএলের ৫ ক্রিকেটার ইংল্যান্ডের স্কোয়াডে

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষিত স্কোয়াডে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিতে খেলা এমন পাঁচজন ক্রিকেটার আছেন এই দলে। ভারত-পাকিস্তান সংঘাতে এক সপ্তাহ বন্ধ থেকে আবারও শুরু হতে যাচ্ছে আইপিএল। যার ফলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। ফলে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির প্লে-অফে জস বাটলার, জ্যাকব বেথেল ও উইল জ্যাকসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়।
আইপিএল পুনরায় শুরু হবে আগামী শনিবার (১৭ মে)। ফাইনাল হবে ৩ জুন। তার আগে ২৯ মে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। আর সেই দিন থেকেই আইপিএলের প্লে-অফের খেলা শুরু।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার (১৩ মে) ১৬ সদস্যের দল ঘোষণা করে ইসিবি। আইপিএলে চুক্তিবদ্ধ জফরা আর্চার (রাজস্থান রয়্যালস) ও জেমি ওভারটনও (চেন্নাই সুপার কিংস) আছেন ওয়ানডে দলে। যদিও এই দুজনের ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। তবে ওয়ানডে দলে থাকা অন্য তিন ক্রিকেটার বাটলার (গুজরাট টাইটান্স), বেথেল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও জ্যাকসের (মুম্বাই ইন্ডিয়ান্স) ফ্র্যাঞ্চাইজি প্লে-অফে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছে।
বেঙ্গালুরুর আরও দুই ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন ও ফিল সল্টকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছে। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে সল্টকে। আইপিএল ফাইনালের তিন দিন পর, ৬ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিভিন্ন কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ইংল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যারি ব্রুক সাদা বলের অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের প্রথম সিরিজ এটি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সাদা বলের নেতৃত্ব ছাড়েন বাটলার।
বাঁহাতি স্পিনার টম হার্টলিকে রাখা হয়েছে ওয়ানডে দলে। এখন পর্যন্ত তিনি দুটি ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। উভয় দলেই ফিরেছেন পেসার ব্রাইডন কার্স। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
ইংল্যান্ড ওয়ানডে দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।
Comments