ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্বে নাজমুল আবেদীন

চলমান ডিপিএলের জন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব পাচ্ছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তার টেকনিক্যাল কমিটির প্রধান করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, 'আমাদের যেহেতু কনভেনার এনামুল হক মনি রিজাইন করেছে। সিসিডিএম বলেছে নাজমুল আবেদীন ফাহিম ভাইকে নিতে। তিনি টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।'
এদিকে ডিপিএলে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে তর্ক, কটাক্ষ ও তুচ্ছতাচ্ছিল্য করার কারণে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পান হৃদয়। তবে নিয়ম ভেঙে হৃদয়ের এই শাস্তি কমানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন সৈকত। তিনি বিসিবির কাছে পদত্যাগ পত্রও জমা দেন। তবে পরবর্তীতে বিসিবির আম্পায়ার বিভাগ নিজেদের ভুল স্বীকার করে নেয়। তাতে অভিমানও ভাঙে সৈকতের। আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার আহমেদ মিঠুর আলোচনার পর পদত্যাগপত্র প্রত্যাহারে রাজি হয়েছেন তিনি।
ইফতেখার রহমান মিঠু বলেন, 'পদত্যাগের কথা হয়নি। যে পরিস্থিতি হয়েছে সৈকতসহ আম্পায়াররা একটু অসস্তুষ্ট ছিল। তাই তাদের ডেকে আমরা কথা বললাম। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা সিসিডিএমের যে নিয়ম আছে সে নিয়মের মধ্যে থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেব।'
Comments