কোথায় আছেন গোলরক্ষক মহসিন?

বাংলাদেশের কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসিন প্রায় সাত মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ। গত বছর ২৬ আগস্ট রাজধানী ঢাকার মগবাজারের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি সাবেক বাংলাদেশ অধিনায়ক। বর্তমানে মহসিন কোথায়, কী অবস্থায় আছেন তা জানেন না পরিবারসহ ক্রীড়াঙ্গনের কেউ। কিংবদন্তির এমন অবস্থায় নিজেদের কষ্টের কথা জানিয়েছেন সাবেক তারকা ফুটবলাররা।
মোহাম্মদ মহসিন বাংলাদেশ ফুটবলের গোলবারের নিচে ছিলেন এক বিশ্বস্ত নাম। ১৯৭৯ সালে যোগ দেন আবাহনী ক্রীড়া চক্রে। ১৯৭৯-১৯৮১ সাল পর্যন্ত আবাহনী হয়ে থাকলেও মাঠে নামা খুব একটা হয়নি। সুহাস তখন আবাহনীর নিয়মিত গোলরক্ষক। ওই সময়ে একজন খেলোয়াড় দুইটা লীগে খেলতে পারতেন। সুহাস চিটাগং লীগ খেলে আহত হলে মহসিনে মাঠে নামার সুযোগ হয়ে যায়। সে বছর লীগ সুপার লীগ মিলিয়ে ৫/৬ টা ম্যাচে নামার সৌভাগ্য হয়েছিল মহসিনের। বলে রাখা ভালো মহসিন যে কটা ম্যাচে খেলেছিল তাঁকে একটি গোলও হজম করতে হয়নি।
ফুটবল থেকে অবসরের পর তিনি কানাডায় লম্বা সময় প্রবাস জীবন কাটিয়েছেন। ২০১৪ সালে ঢাকায় ফিরে আসেন। পারিবারিক নানা সমস্যার কারণে নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এক সময় মহসিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অসুস্থ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কয়েকবার পালিয়ে যান। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও মহসিন ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনীর হয়ে লম্বা সময় খেলেছেন।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক অনেকদিন থেকে নিখোঁজ। সাবেক কিংবদন্তির এমন নিখোঁজ হয়ে যাওয়া কিছুতেই মানতে পারছেন না ক্রীড়াঙ্গনের মানুষেরা। এ বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন বলেন, 'স্বাধীনতার পর আমার দেখা কিংবদন্তি গোলরক্ষক মহসিন। কোনো অবস্থাতেই তার হারিয়ে যাওয়া আমরা মন থেকে মেনে নিতে পারছি না। এরকম একজন স্বনামধন্য গোলরক্ষক এত অবহেলার স্বীকার হবে আমরা তা মানতে পারছি না।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ফুটবলার রণজিৎ সাহা বলেন, 'মহসিন ভাইয়ের সঙ্গে আমি অনেকদিন খেলেছি। তিনি খুব ভালো মানুষ। হাসি ছাড়া কথা বলতেন না। নতুন খেলোয়াড়দের খুব সাহস জোগাতেন। তিনি এভাবে হারিয়ে যাবেন বিশ্বাস করতে পারছি না। আবার যেন আমাদের মাঝে ভালোভাবে ফিরে আসেন সে কামনা করি।'
কানাডায় বসবাসরত সাবেক তারকা ফুটবলার মামুন জোয়ার্দার বলেন, 'মহসিন বাংলাদেশের নাম্বর ওয়ান গোলরক্ষক। আমি তার সঙ্গে অনেকদিন খেলেছি। মানুষ হিসেবে চমৎকার। বাংলাদেশের একজন লিজেন্ড গোলরক্ষকের এমন পরিণতি মানতে পারছি না।'
মহসিন কোথায় হারিয়ে গেলেন? বেঁচে আছেন? নাকি মারা গেছেন! কেউ জানেন না। কি অদ্ভুত ব্যাপার। যে মহসিনকে দেখলে মানুষ জটলা করে দেখতো সেই মহসিন মানুষের জটলার মাঝেই হারিয়ে গেলেন!
Comments