পিএসএল মাতাতে উড়াল দিলেন লিটন-রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জমজমাট আসর। এবারের পিএসএলে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার – লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন। সোমবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর একদিন পর, মঙ্গলবার (এপ্রিল) সকালে পিএসএল খেলতে উড়াল দিয়েছেন মারকুটে ওপেনার লিটন দাসও। তবে তরুণ পেসার নাহিদ রানা এখনই পাকিস্তানে যাচ্ছেন না।
প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তিন ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটার লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে, লেগ স্পিনার রিশাদ হোসেনের ঠিকানা লাহোর কালান্দার্স এবং পেসার নাহিদ রানা প্রতিনিধিত্ব করবেন পেশোয়ার জালমিকে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে। বিসিবির এই অনুমতিতে খুশি ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে লিটন দাস তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি নিজের এবং তার দল করাচি কিংসের জন্য সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন। অন্যদিকে, দেশ ছাড়ার আগে রিশাদ হোসেন তার দল লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, রিশাদ হোসেন এবং লিটন দাস দুজনেই পুরো টুর্নামেন্টের জন্য বিসিবির অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) পেয়েছেন। এর অর্থ দাঁড়ায়, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে লিটন দাসকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। তবে নাহিদ রানাকে পুরো পিএসএলের জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। সিলেট টেস্টের পরই তিনি পেশোয়ার জালমিতে যোগ দেবেন।
পিএসএলের দশম আসরে এই তিন বাংলাদেশি তারকার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। লিটন ও রিশাদের পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ থাকায়, তারা কতটা আলো ছড়াতে পারেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে, সিলেট টেস্ট শেষে নাহিদ রানা পেশোয়ার জালমিতে যোগ দেয়ায়, তিনিও দলের সাফল্যে কতটা অবদান রাখতে পারেন, তা নিয়েও আগ্রহ থাকবে ক্রিকেট মহলে।
Comments