আইপিএলের প্রথম ম্যাচেই কোহলির যে রেকর্ড

কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতাকে ৭ উইকেটে হারিয়ে অধরা শিরোপা অভিযান শুরু করেছে বেঙ্গালুরু। এদিন ব্যাট হাতে ৫৯ রান করেছেন বিরাট কোহলি। এতেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস।
শনিবার (২২ মার্চ) ইডেন গার্ডেনসে আইপিএল ১৮তম আসরের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক আজিঙ্কা রাহানের ফিফটিতে ৮ উইকেটে ১৭৪ রান করে কেকেআর। জবাবে ফিল সল্টের বিধ্বংসী ফিফটির পর কোহলির অপরাজিত ইনিংসে ২২ বল বাকি থাকতেই সহজ জয় পেয়েছে আরসিবি। লক্ষ্য তাড়ায় ৩৬ বলে চারটি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেছেন কোহলি৷
এই ইনিংস খেলার পথে ৩৮ রান করার পরই আইপিএলে কলকাতার বিপক্ষে এক হাজার রানের কীর্তি গড়েন। যার মাধ্যমে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে এক হাজারের বেশি রান করলেন ডানহাতি এই ব্যাটার। এর আগে দিল্লি ক্যাপিটালস (১০৫৭ রান), চেন্নাই সুপার কিংসের (১০৫৩ রান) ও পাঞ্জাব কিংসের (১০৩০ রান) বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন কোহলি।
নিজের ক্যারিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচটা কোহলি রাঙিয়েছেন নিজের মতো করেই। আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষে এক হাজার রান করার কীর্তি নেই কোন ব্যাটারের। দুই দলের বিপক্ষে আছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার (কলকাতা ও পাঞ্জাব) ও ভারতের অধিনায়ক রোহিত শর্মার (কলকাতা ও দিল্লি)। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাজার রান আছে শিখর ধাওয়ানের।
আইপিএলের প্রথম মৌসুম শুরু হয়েছিল ২০০৮ সালে। ওই বছর ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে আরসিবির হয়ে আইপিএলে খেলার সুযোগ পান কোহলি। শুরু থেকে এখন পর্যন্ত এই দলের হয়েই আইপিএল খেলছেন তিনি। এরইমাঝে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৮ হাজার রান করেছেন এই তারকা।
Comments