ভারতের বিপক্ষে জয়ের আশা নিয়ে দেশ ছেড়েছেন হামজারা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।
সাম্প্রতিককালে দল ঘোষণা নিয়ে এতোটা আগ্রহ আর দেশের ফুটবলে দেখা যায়নি। ভারত বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। হাভিয়ের কাবরেরার চূড়ান্ত একাদশে অনুমিতভাবেই আছেন হামজা। কিন্তু পূর্বঘোষণা অনুযায়ী স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুলের।
ফুটবলে মূলত চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। তবে গতকাল কিংস অ্যারেনায় অনুশীলন করেন ২৭ জন ফুটবলার। কিন্তু শেষ মুহূর্তে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রাতে লাগেজ গোছানোর প্রস্তুতির সময় দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন। ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন।
এর আগে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।
গেল কয়েকদিনের মতো বিমানবন্দরে আজও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহেল রানা, তপু বর্মনরা। তাদের কাছে বেশিরভাগ প্রশ্নই ছিল শেফিল্ড ইউনাইটেডের এই তারকাকে নিয়ে। হামজাকে সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সোহেল রানা। এক দিনের পরিচয়েই দলের সবার সঙ্গে হামজা দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি, 'হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।'
এদিকে জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণের চোখে হামজার অন্তর্ভূক্তি ইতিবাচক ঘটনা, 'গতকাল সে (হামজা চৌধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।' জেতার জন্যই ভারতে যাচ্ছেন বলেও জানান তপু, 'আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।'
Comments