শাকিবের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন তাসকিন?

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ শুধু ক্রিকেট মাঠেই নয়, দর্শকদের কাছে তার চেহারার আকর্ষণও কম নয়। লম্বা, ফরসা ও স্টাইলিশ হওয়ায় অনেকেই তাকে চলচ্চিত্রে অভিনয়ের উপযুক্ত মনে করেন। তবে আপাতত তিনি ক্রিকেটেই পুরোপুরি মনোযোগী।
রোববার (১৬ মার্চ) ঢাকার হোটেল শেরাটনে রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ। এই কোম্পানির ডিরেক্টর হিসেবে রয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বিএসটিআইয়ের 'হালাল' সার্টিফিকেট পাওয়ার উদযাপনে তাসকিনের কাছে চলচ্চিত্র নিয়ে প্রশ্ন রাখা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা তাসকিনকে প্রশ্ন করেন, যদি শাকিব খান তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন, তবে তিনি কী করবেন? উত্তরে তাসকিন বলেন, এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। কিন্তু এই অফার এখন পেলে শাকিব ভাই আমাকে বলবেন, তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে তাসকিন আহমেদ একমাত্র 'এ+' ক্যাটাগরির ক্রিকেটার। ফলে তাকে সিনেমায় নিতে হলে লগ্নিকারীদের বড় অঙ্কের বিনিয়োগ করতেই হবে।
তবে আপাতত ক্রিকেট নিয়েই ব্যস্ত তাসকিন। যদিও চলচ্চিত্র দেখার ব্যাপারে তার আগ্রহ আছে। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। সামনাসামনি এসে দেখলাম, উনি বাস্তবেও অনেক সুন্দর একজন মানুষ।
তাসকিনের এই মন্তব্যে চলচ্চিত্রপ্রেমী ও ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে আপাতত তার একমাত্র লক্ষ্য মাঠে ভালো পারফরম্যান্স করা এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়া।
Comments