শৈশবের ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি?

বার্সেলোনাতে নয় শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন লিওনেল মেসি। এমটাই মনে করে সাবেক আর্সেনাল ও চেলসি তারকা এমানুয়েল পেটিট। আর এই ফরাসি ফুটবলারের মতে সৌদি আরবে ক্যারিয়ারের ইতি টানবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্যারিয়ারের শেষের দিকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যেখানে নিজের হারানো রূপ ধীরে ধীরে খুঁজে নিচ্ছেন এই তারাকা। নেইমারের ফেরার পর থেকেই ফুটবল ভক্তদের মাঝে আলোচনা চলছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। নেইমারের মতো এই দুই গ্রেটও কি শেষবেলায় ফিরবেন নিজেদের শৈশবের ক্লাবে?
অনেকেই বলছেন বার্সেলোনাতেই নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন লিও। তবে সাবেক আর্সেনাল ও চেলসি তারকা এমানুয়েল পেটিট মনে করেন, বার্সাতে নয় এলএমটেন তার বুটজোড়া তুলে রাখবেন শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে।
ফ্রান্সের সাবেক ফুটবলার এমানুয়েল পেটিট বলেন, '৩৭ বছর বয়সে মেসি এমএলেসের সবচেয়ে বড় তারকা। সেখানে সতীর্থদের সঙ্গে সে ভালো সময় কাটাচ্ছে। তবে মেসি যদি যুক্তরাষ্ট্র ছেড়ে কোথাও যেতে চায় তাহলে সে আর্জেন্টিনাকেই বেছে নিবে। আপনি দেখুন নেইমার তার শৈশবের ক্লাবে কেমন দুর্দান্ত খেলছে।'
আপাতত ২০২৫ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। লিও চাইলে মায়ামির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে পারবেন চুক্তি। তবে রোনালদোকে নিয়ে ভিন্ন মত পেটিটের। সাবেক এই ফরাসি ফুটবলারের মতে শৈশবের ক্লাব নয় সৌদি আরবেই ক্যারিয়ারের ইতি টানবেন সিআরসেভেন।
পেটিট বলেন, 'রোনালদোর সৌদি আরব ছাড়ার কোনো কারণই দেখছি না। সে তার ক্লাবের সঙ্গে বিশাল এক চুক্তিতে আছে। তবে এখানে অর্থ কোনো বিষয় নয়। রোনালদো সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছে। এবং সৌদি ফুটবলের একজন তারকা হয়ে উঠেছে। আমার মনে হয় রোনালদো সৌদি আরব থেকেই বিদায় নেবে।'
চলতি বছর জুনে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোনালদোর। তবে বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন, এরই মধ্যে নাকি ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি সেরেছেন পর্তুগিজ মহাতারকা।
Comments