পাকিস্তানের ক্রিকেট আইসিইউয়ে চলে গেছে: আফ্রিদি

আইসিসির সবশেষ তিনটি প্রতিযোগিতায় নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। প্রতিটি টুর্নামেন্ট থেকে লজ্জাজনক বিদায়ের পর জোরেশোরে দলে পবিবর্তনের আওয়াজ উঠেছে। দলে প্রতিবারই পরিবর্তনের হাওয়াও লাগে, কিন্তু ঠিক কোন মাপকাঠির ভিত্তিতে এসব পরিবর্তন আসে তা জানে না কেউই। ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও পাকিস্তান দল পরিবর্তনের বাতাসে টালমাটাল। নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে দল চমকে ঠাঁসা। বিশেষ করে, টি-টোয়েন্টি দলে ফিরেই সহঅধিনায়কত্ব পেয়েছেন। যার প্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি শহিদ আফ্রিদি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন শাদাব খান। অথচ হুট করেই তাকে আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত করা হয়েছে, সেই সঙ্গে সালমান আলি আগার ডেপুটির দায়িত্বও দেয়া হয়েছে। পাকিস্তান জাতীয় দলের নির্বাচকদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আফ্রিদি বলেন, 'তাকে কোন বিবেচনায় ফের ডাকা হয়েছে? ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স কী ছিল, অথবা তাকে কীসের ভিত্তিতে নেয়া হলো?'
ভুলভাল সিদ্ধান্তের কারণে পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউ'তে চলে গেছে বলেও দাবি করেন আফ্রিদি, 'আমরা সবসময় প্রস্তুতি নিয়ে কথা বলি এবং যখন কোনো ইভেন্ট আসে আর আমরা তাতে ব্যর্থ হই, তখন আমরা অস্ত্রোপচারের কথা বলি। সত্যিটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট ভুল সিদ্ধান্তের কারণে এখন আইসিইউ'য়ে।'
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা এবং পরিকল্পনায় স্থিতিশীলতার অভাবের দিকে আলোকপাত করে বলেন, 'সেখানে কোনো ধারাবাহিকতা নেই, বোর্ডের সিদ্ধান্ত ও পরিকল্পনায় কোনো দৃঢ়তাও নেই। আমরা অধিনায়ক, কোচ এবং কিছু খেলোয়াড়কে পরিবর্তন করছি কিন্তু দিনশেষে বোর্ডের কর্মকর্তাদের দায়বধ্যতা কোথায়?'
আফ্রিদি পাকিস্তানের ক্রিকেট ম্যানেজমেন্টের একে অন্যকে দোষারোপের কৌশলেরও সমালোচনা করেন, 'আমাদের ক্রিকেট কীভাবে আগাবে যখন অধিনায়ক ও কোচের মাথার ওপর সবসময়ই একটা খড়গ ঝুলছে।'
পিসিবির প্রধান মহসিন নাকভির ক্রিকেটজ্ঞান নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা, 'সে (মহসিন নাকভি) পাকিস্তানের ক্রিকেটের ভালো করতে চায় কিন্তু শেষ পর্যন্ত পরামর্শের ওপর নির্ভরশীল এবং আমি তাকে বলেছি, সে কোনোভাবেই একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করতে পারবে না। তাকে অবশ্যই একটি দায়িত্বে মনযোগী হতে হবে কারণ, পিসিবির চেয়ারম্যানের পদটা একটি পূর্ণকালীন দায়িত্ব।'
Comments