বিসিবিকে কৃতজ্ঞতা জানিয়ে বিজয়ের ফেসবুক পোস্ট
এবারের বিপিএলে ব্যাট হাতে আলো ছড়ালেও বিভিন্ন ইস্যু নিয়ে বারবার আলোচনায় এসেছেন এনামুল হক বিজয়। মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব ছাড়া এবং ফিক্সিং ইস্যুতে নাম জড়ানোয় খানিকটা ব্যাকফুটেই আছেন এই ক্রিকেটার। তবে সেসব ইস্যুকে পাশে ঠেলে এবার বিসিবিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন বিজয়।
অনিয়ম এবং অব্যবস্থাপনার সকল রেকর্ড ভেঙে এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী। আসরের বেশিরভাগ ম্যাচেই এই দলটির অধিনায়ক ছিলেন বিজয়। স্বাভাবিকভাবেই অনেকটা চাপের মধ্যে থেকে এবারের টুর্নামেন্টে খেলতে হয়েছে বিজয়কে।
তবে চাপের মধ্যেও বিজয়ের ব্যাট হেসেছে দারুণভাবে সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরিতে বিজয় এবারের আসরে ১৩০ স্ট্রাইকরেটে করেছেন ৩৯২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে আছেন দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ব্যাটার। এত ভালো পারফর্ম করার পরেও অবশ্য বিজয়কে নিয়ে কানাঘুঁষা কম হচ্ছে না। গুঞ্জন আছে, এবারের আসরে ফিক্সিং সন্দেহে থাকা ক্রিকেটারদের তালিকায় আছেন তিনি।
শুধু ফিক্সিং নিয়েই নয়, তদন্তের সুবিধার্থে বিজয়কে দেশের বাইরে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আকসু, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। পরে অবশ্য এক বিবৃতিতে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে গতকাল প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। তারা প্লে অফে ওঠায় অবশ্য বাদ পড়ে গিয়েছে রাজশাহী। আঃর বিদায় নিশ্চিতের পরের দিন বিপিএল আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন বিজয়।
পোস্টে বিজয় লিখেছেন, 'এই বিপিএল আমাকে শিখিয়েছে চাইলে স্বল্প মেধা আর কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা দেখার সুযোগ পেয়েছিলাম। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং এর অর্ধেক জিততে পেরেছি। ধন্যবাদ টিম ম্যানেজমেন্ট এবং প্রতিটি খেলোয়াড়কে যারা সবসময় আমাদের পাশে থেকেছে এবং আমাদের সমর্থন করেছে। এ ছাড়া সব ভক্তকেও ধন্যবাদ। যারা সবসময় আমাদের রাজশাহী দলকে সমর্থন করেছে।'
Comments