সিরাজ দলে না থাকা প্রসঙ্গে যা বললেন অধিনায়ক রোহিত
জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ শামির সঙ্গে ভারতের পেস আক্রমণের ট্রিও তৈরি করেছিলেন মোহাম্মদ সিরাজ। ২০২২ সালের পর থেকে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেশিকারী পেসারও তিনি। এমন একজনেরই কি না ঠাঁই হলো না ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। শনিবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে বেশি আলোচনার খোরাক ছিলেন এই সিরাজ।
অভিজ্ঞ পেস বোলারের বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে।
এই স্কোয়াড নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার বিষয়, ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের দল থেকে বাদ পড়া। তবে, যশস্বী জসওয়াল প্রথমবারের মতো ওডিআই দলে সুযোগ পেয়েছেন। কেন এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিয়েছেন রোহিত নিজেই।
দল ঘোষণার সময় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমরা মাত্র তিনজন পেসার চেয়েছিলাম, তাই মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে, যেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। নতুন বলে তার কার্যকারিতা বেশি, কিন্তু মাঝের ওভার এবং ডেথ ওভারে আমরা আরও কার্যকর বোলার চেয়েছিলাম। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিংয়ের উপস্থিতিতে আমরা মনে করি, আমাদের বোলিং আক্রমণে সঠিক ভারসাম্য দেবে।'
এ দিকে বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক অজিত আগারকারও জানিয়েছেন সেটা, 'জাসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত তথ্য আসেনি। ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে তিনি না-ও খেলতে পারেন। এ জন্যই হার্ষিত রানাকে অস্থায়ীভাবে দলে রাখা হয়েছে।'
আগারকর জানান, বিসিসিআই-এর মেডিকেল টিম ফেব্রুয়ারির শুরুতে বুমরাহর চূড়ান্ত ফিটনেস রিপোর্ট জানাবে। রোহিত শর্মা আবারও দলের গঠন নিয়ে জোর দিয়ে বলেন, 'বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায়, আমরা এমন বোলার চেয়েছিলাম যারা সব পরিস্থিতিতে কার্যকরী হতে পারে। দুর্ভাগ্যবশত, সিরাজ নতুন বলের ওপর বেশি নির্ভরশীল, তাই তিনি আমাদের পরিকল্পনার বাইরে থাকছেন।'