শক্তিশালী দল নিয়ে পাকিস্তানে যাচ্ছে প্রোটিয়ারা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে জায়গা পেয়েছেন পেসার আনরিখ নর্কিয়া এবং লুঙ্গি এনগিডি। এই দুই পেসারের পাশাপাশি অলরাউন্ডার উইয়ান মুলডার এবং কেশভ মহারাজ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক না পেলেও এবার স্কোয়াডে ফিরেছেন।
গত জুনে বারবাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের পর থেকে দলের হয়ে আর মাঠে নামেননি নর্কিয়া। যেখানে তিনি ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট-শিকারী ছিলেন। গোড়ালির ইনজুরির কারণে গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠের বাইরে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠায় দলে ডাক পেয়েছেন।
নভেম্বরে ইনজুরির কারণে বাদ পড়েছিলেন এনগিডি। তবে এবার দলে জায়গা পেয়েছেন তিনি। বাদ পড়েছেন অলরাউন্ডার আন্দিলে ফেহলুকওয়াইও, কোরবিন বশ ও বা হাতি স্পিনার বিজর্ন ফোর্টুইন।
প্রধান কোচ রব ওয়াল্টার খুশি যে তারা গত বিশ্বকাপ স্কোয়াডের মূল খেলোয়াড়দের ধরে রাখতে পেরেছেন। তিনি বলেন,'আমরা আমাদের ২০২৩ বিশ্বকাপ স্কোয়াডের মূল গ্রুপটি ধরে রাখতে পেরেছি, একই সাথে নতুন প্রতিভা যোগ করেছি। এই স্কোয়াডে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যেখানে অনেক খেলোয়াড় চাপের মধ্যেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। এমন অভিজ্ঞতা অমূল্য।
আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তাদের গ্রুপে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।
Comments