অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স থাকবেন কিনা, তা নিয়ে ছিল সংশয়। শ্রীলঙ্কা সিরিজে কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা ছিল। জশ হ্যাজলউডও পেশির সমস্যায় দলে না থাকার সম্ভাবনা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে কামিন্স-হ্যাজলউড দুজনকে নিয়েই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
১৫ সদস্যের এই দলে আইসিসি ইভেন্টে প্রথমবারের মত খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। পেসারদের প্রাধান্য দিয়ে সাজানো এই স্কোয়াডে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা।
দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট সুবিধা অনুযায়ী একাদশ সাজাতে পারবে।'
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
বর্তমানে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপজয়ী দল অস্ট্রেলিয়া। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাতেও চোখ অজিদের।
চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
Comments