বিরাট ও রোহিতের উচিত ঘরোয়া ক্রিকেট খেলাঃ রবি শাস্ত্রী
বর্ডার-গাভাস্কার ট্রফি হারের পর সমালোচনার মুখে পড়েছেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান না পাওয়ায় তাদের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
রোহিত-কোহলিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। একটানা ব্যর্থতার কারণে খেলা থেকে সরে দাঁড়ানোর দাবিও তুলছেন অনেকে। এমন পরিস্থিতিতে ক্যারিয়ার বাঁচানোর পরামর্শ দিলেন রবি শাস্ত্রী।
ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ শাস্ত্রী বলেন, 'জাতীয় দলের খেলা না থাকলে বিরাট ও রোহিতের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা এবং নিজেরা কী অবস্থায় আছেন সেটা বোঝা। দুইটি কারণে ঘরোয়া ক্রিকেট খেলা উচিত তাদের। প্রথমত আধুনিক প্রজন্মের প্লেয়ারদের সঙ্গে খেলার অভ্যাস হবে ও সিনিয়র প্লেয়ার হিসেবে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে জুনিয়রদের সঙ্গে।'
২০১৬ সালে শেষ ঘরোয়া ক্রিকেট খেলেন রোহিত, বিরাট কোহলি খেলেন ২০১২ সালে। ২০২৪ সালে টেস্টে দুজনেরই ব্যাটিং গড় ২৫-এর নিচে। সম্প্রতি স্পিনের বিরুদ্ধেও সমস্যায় পড়েছেন তারা। সেটা থেকে বেরিয়ে আসতেও সাহায্য করবে ঘরোয়া ক্রিকেট বলেন শাস্ত্রী।
শাস্ত্রী বলেন, 'ঘরোয়া ক্রিকেটেই সবচেয়ে বেশি সুযোগ পাওয়া যায় স্পিনের বিরুদ্ধে খেলার। উপমহাদেশের দল হলেও, ঘূর্ণি পিচে এখন আর সেরা নয় ভারত। বিপক্ষ দলে ভালো মানের স্পিনার থাকলে তারা বারবার সমস্যায় ফেলবে ব্যাটারদের। সম্প্রতি সেটাই হয়েছে।'