একাদশে সুযোগ না পাওয়ার কারণ জানালেন রিশাদ
গত বছর টি-টোয়েন্টিতে পরিসংখ্যান বিচারে সেরা বোলার রিশাদ হোসেন। এই স্পিনার এক পঞ্জিকাবর্ষেই শিকার করেছেন ৩৫ উইকেট, যা কোনো বাংলাদেশি বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা। রিশাদের দারুণ পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ার ফ্রায়াঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগব্যাশের ড্রাফট থেকে তাকে দলে টেনেছিল হোবার্ট হ্যারিকেন। অথচ সেই রিশাদকেই কি-না বিপিএলের এবারের আসরের শুরুটা কাটাতে হয়েছে বেঞ্চে বসে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেই লেগ স্পিনারের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ইমপ্যাক্ট বিবেচনায় সেরাদের মধ্যেই ছিলেন তিনি। বছরজুড়ে দারুণ বোলিং করা এই রিশাদ এবারের বিপিএলে নিয়মিত খেলবেন বলেই বিশ্বাস ছিল সবার। অথচ ফরচুন বরিশালের প্রথম ৪ ম্যাচের মধ্যে এই লেগ স্পিনার খেলার সুযোগ পেয়েছেন মোটে ২টিতে।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে রিশাদ দেখিয়েছেন ঝলক, ৪ ওভারে মাত্র ১৫ রান খরচে ৩ উইকেট শিকার করেছেন। সেই সঙ্গে একটা ওভার মেইডেনও দিয়েছেন।
তারকায় ঠাঁসা বরিশালের স্কোয়াডে রিশাদ ছাড়াও আছেন তানভীর ইসলাম এবং মোহাম্মদ নবি। প্রথম দুই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল দল সাজিয়েছেন তানভীর-নবিকে নিয়ে। গতকাল বল হাতে জ্বলে ওঠার পর গণমাধ্যমকে রিশাদ জানালেন, কম্বিনেশনের জন্যই একাদশের বাইরে ছিলেন তিনি।
রিশাদ বলেন, 'টিমের সমন্বয়ের জন্য বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি টিমের জন্য যা দরকার তাই হবে।'
সারা বছর দারুণ পারফরম্যান্স দেখানো রিশাদকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে অনেক আলোচনা হয়েছে। লেগ স্পিনের কার্যকরিতা এবং শেষ দিকে ঝড়ো ব্যাটিং করার সামর্থের জন্য একাদশে রিশাদকেই রাখা উচিত বলে মত অনেকের। ঢাকা পর্বে বিপিএল আবার ফিরলে কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচে রিশাদ কি ফের কম্বিনেশনের দোহাইয়ে বাদ পড়বেন একাদশ থেকে?
তিনি বলেন, 'প্রতিদিন চিন্তা থাকে খেলার জন্য। দলের কম্বিনেশনের কারণে না খেলালে, সেটা তো আমার হাতে না। নিজে প্রস্তুতি থাকি খেলার জন্য।'
অস্ট্রেলিয়ার বিগব্যাশে সরাসরি ড্রাফট থেকে দল পেয়েছিলেন রিশাদ। বিশ্বমানের এই টুর্নামেন্টে দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারতেন। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেললে উন্নতি হতে পারতো গেমসেন্সের। মানসিকভাবে আরও পরিপক্ব হওয়ার সুযোগের পাশাপাশি ভালো করতে পারলে ভবিষ্যতে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির নজরেও আসতেন হয়ত। বিসিবি থেকে অনাপত্তিপত্র পেলেও ফরচুন বরিশালের সঙ্গে চুক্তির কারণে সেখানে খেলা হয়নি রিশাদের। বিপিএলেও মিলছে না নিয়মিত সুযোগ। এ নিয়ে কোনো আক্ষেপ আছে তার?
রিশাদ অবশ্য আক্ষেপের ধার ধারেন না। তিনি বলেন, 'আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা হচ্ছে সেটা নিয়েই কাজ করতে চাই, বিগ ব্যাশ হয়নি, ভাগ্যে ছিল না। পরে হবে, ইনশা আল্লাহ।'